ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
গোপালগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু স্বজনের আহাজারি।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা শহরের গেটপাড়া খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিন শিশু একে অপরের বন্ধু এবং শহরের রংধনু স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

নিহতরা হলো- গেটপাড়ার সেলিম খন্দকারের ছেলে নাবিল খন্দকার আরমান (১২) ও একই এলাকার মফিজুর রহমানের ছেলে হৃদয় মীর (১২)।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিন বন্ধু গেটপাড়া খালে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। এ দৃশ্য স্থানীয়রা দেখতে পেয়ে খালে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে অসুস্থ অবস্থায় আপনকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা বাকি দুইজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।