ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

তাড়াশে ট্রাকচাপায় একজন নিহত, দু’জনের পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
তাড়াশে ট্রাকচাপায় একজন নিহত, দু’জনের পা বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকচাপায় অখিল চন্দ্র (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৩১ জুলাই) দুপুরের দিকে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কে উপজেলার ধাপের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অখিল বগুড়া জেলার শেরপুর পৌর এলাকার অসীম
চন্দ্রের ছেলে।

আহতরা হলেন- তাড়াশ পৌরসভা এলাকার রেকাবের ছেলে আফাল উদ্দিন (৪০) ও তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ (৩০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, তিন আরোহী নিয়ে তাড়াশগামী মোটরসাইকলেটি সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসকে
ওভারটেক করতে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মধ্যে অখিল চন্দ্র নিহত হন এবং দু’জনের পা

বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহতের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।