ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাছ ধরার সময় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
মাছ ধরার সময় বজ্রপাতে ২ জেলের মৃত্যু

নরসিংদী: নরসিংদীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে সুমন দাস (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

এর আগে সোমবার (১ আগস্ট) বিকেলে পৌরশহর সংলগ্ন হাজীপুর এলাকার মেঘনা নদীতে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মিকুঞ্জ দাস (৪৫) নামে এক জেলে।

মিকুঞ্জ দাস নরসিংদী সদর উপজেলার হাজীপুর নয়াপাড়া এলাকার মৃত মতি লাল দাসের ছেলে ও সুমন দাস একই এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে।  

স্থানীয়রা জানায়, হাজীপুর এলাকার মিকুঞ্জ দাস ও সুমন দাসসহ মোট পাঁচজন জেলে প্রতিদিনের মতো সোমবার মেঘনা নদীতে মাছ ধরতে যান। বিকেলে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা নৌকাটি একটি বাঁশের খুঁটিতে বেঁধে ভেতরে অবস্থান করেন। এ সময় বজ্রপাতে হলে নৌকা থেকে মেঘনা নদীতে পড়ে গিয়ে জেলে সুমন নিখোঁজ হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিকুঞ্জ দাসকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ সুমনকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে খুঁজে পায়নি। মঙ্গলবার সকালে নদীতে ভাসমান অবস্থায় সুমনে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মাদ রায়হান বাংলানিউজকে বলেন, সোমবার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান জেলে মিকুঞ্জ। এ সময় সুমন দাস নামে আরেক জেলে নদীতে নিখোঁজ হন। পরে তাকে উদ্ধারে কাজ শুরু করেন আমাদের ডুবুরি দলের সদস্যরা। গতরাত পর্যন্ত উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করতে গেলে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ সুমনের মরদেহ দেখতে পাই আমরা। পরে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।