ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে গ্রেফতার ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
মেহেরপুরে গ্রেফতার ১১

মেহেরপুর: মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে গাংনী থানা পুলিশ আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় একজন ও সিআর মামলায় চারজন; সদর থানা পুলিশে অভিযানে সাজাপ্রাপ্ত জিআর মামলায় একজন, সাধারণ জিআর মামলায় একজন, সিআর মামলায় দু’জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় একজন, নিয়মিত মামলায় একজন এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নিয়মিত মামলায় একজনসহ ১১ জন আসামিকে গ্রেফতার করেছে।

সংশ্লিষ্ট দপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকে বুধবার (৩ আগস্ট) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক ইউনিট অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক ইউনিট এই গ্রেফতার অভিযানে অংশ নেন।

গ্রেফতকারদের বুধবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।