ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে ৮ নারীসহ গ্রেফতার ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২২
মেহেরপুরে ৮ নারীসহ গ্রেফতার ১৬ ফাইল ছবি

মেহেরপুর: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আটজন নারীসহ ১৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল থেকে শুক্রবার (৫ আগস্ট) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের পৃথক ইউনিট।

গ্রেফতারদের মধ্যে মেহেরপুর সদর থানা ১২, গাংনী থানা দুই ও মুজিবনগর থানা পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মেহেরপুর সদর উপজেলা টুঙ্গি গ্রামের আরেজ আলীর ছেলে সাহাবুদ্দীন ঘটক, একই উপজেলার সিংহাটি শিমুলতলা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নছিনা খাতুন, নাজির হোসেনের স্ত্রী আসমা খাতুন, বকুল হোসেনের স্ত্রী সাবিনা খাতুন, আশরাফ আলীর স্ত্রী জাহানার খাতুন, জেলা শহরের শেখপাড়া এলাকার মন্টু মীরের ছেলে উজ্জল মীর, একই শহরের নতুনপাড়া এলাকার মৃতু আব্দুল মোমিনের ছেলে আলাউদ্দীন, ঝাউবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী শাহানারা খাতুন, গোভিপুর গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী চম্পা খাতুন, ভূমি অফিসপাড়া এলাকার কুবাত আলীর ছেলে শাহারুল ইসলাম ওরফে মাইকেল ও তার স্ত্রী রেনুকা খাতুন, রাইপুর দিঘিরপাড়া এলাকার মোকাম আলীর ছেলে মকবুল হোসেন; গাংনী উপজেলার নিশিপুর গ্রামের লালন হোসেনের ছেলে জসিম উদ্দীন, গাংনী বাসস্ট্যান্ডপাড়া এলাকার সদর আলীর ছেলে ফজলুল হক; মুজিবনগরের নাজিরাকোনা সোনাপুর গ্রামের ইউনুছ আলীর স্ত্রী সখি ও দারিয়াপুর গ্রামের শাবান আলীর ছেলে রাফিজ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক ইউনিট পৃথকভাবে অভিযান চালিয়ে ওই ১৬ আসামিকে গ্রেফতার করে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরের দিকে গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।