টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝিনাই নদীতে পড়ে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত শিশু বর্ষা (২) কালিহাতী পৌরসভার হরিপুর পশ্চিম পাড়া এলাকার ইজিবাইকচালক বিদ্যুতের মেয়ে।
অপরদিকে নিখোঁজ রয়েছে ট্রাকচালক মঞ্জুর মেয়ে শিশু মারিয়া (২)। সম্পর্কে তারা চাচাতো বোন।
নিখোঁজ শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় ঝিনাই নদী থেকে এক মাছ শিকারি একটি শিশুর মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে শিশুর স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
এর আগে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় বাড়ি সংলগ্ন ঝিনাই নদীতে বোতল নিয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় দুই চাচাতো বোন শিশু মারিয়া ও বর্ষা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দলের টিম লিডার মহিদুর রহমান বাংলানিউজকে জানান, রাতের বেলায় জলাধারে উদ্ধার অভিযান নিষেধের কারণে বৃহস্পতিবার রাতে আমরা আসতে পারিনি। শুক্রবার সকালে খোঁজাখুঁজি করে সকাল ১০টার পর অভিযান সমাপ্ত করা হয়। এরপর নদীর ভাটিতে নিখোঁজদের স্বজনদের সঙ্গে আমাদের সদস্যরা উদ্ধারকাজ অব্যাহত রেখেছে।
কালিহাতী থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মনিরুজ্জামান শেখ বাংলানিউজকে জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২২
আরএ