ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, আগস্ট ১৪, ২০২২
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. জিয়াউর রহমান (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (১৪ আগস্ট) বিকেলে এশিয়ান হাইওয়ের ললাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বড়িবাড়ী গ্রামে।

জিয়াউর রহমানের ছেলে ইয়াসিন জানান, তার বাবা ব্যক্তিগত কাজে ব্যাটারিচালিত অটোরিকশা করে যাওয়ার সময় তা উল্টে গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমআরপি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।