ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জন্ম নিবন্ধনে বাবা-মায়ের সনদ লাগছে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
জন্ম নিবন্ধনে বাবা-মায়ের সনদ লাগছে না

ঢাকা: শিশুদের জন্ম নিবন্ধন করতে বাবা-মায়ের সনদ লাগবে না বলে জানিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

সোমবার (১৫ আগস্ট) রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) মির্জা তারিক হিকমত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০০০ সালে সফটওয়্যার তৈরির পর ২০০১ সালের জানুয়ারির পর যাদের জন্ম তাদের নিবন্ধনের ক্ষেত্রে বাবা-মায়ের জন্ম নিবন্ধন সনদ লাগতো। কিন্তু শিশুদের জন্ম নিবন্ধনে কিছু জটিলতা তৈরি হওয়ায় আপাতত অপশনাল (ঐচ্ছিক) হিসেবে রাখা হয়েছে।  

তিনি আরও জানান, বর্তমানে যদি কেউ নিবন্ধন করতে যান তাহলে আর বাবা-মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক না। গত ২৮ জুলাই থেকে সেটি অপশনাল হিসেবে রাখা হয়েছে।

তিনি আরও জানান, শিশুদের প্রত্যেকের ইউনিক আইডি দেওয়ার জন্যই বাবা-মায়ের জন্ম সনদ নেওয়া হচ্ছিলো।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।