ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

জাতীয়

কাজী আনারকলির বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, আগস্ট ১৬, ২০২২
কাজী আনারকলির বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু হবে কাজী আনারকলির ফাইল ছবি

ঢাকা: কূটনীতিক কাজী আনারকলির বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা প্রাথমিক তদন্তের ভিত্তিতে কাজী আনারকলির বিষয়ে কিছু তথ্য পেয়েছি। বিশেষ করে মারিজুয়ানা সংক্রান্ত। আমাদের সরকারি কর্মচারীদের জন্য যে আচরণবিধি আছে, সেটার সঙ্গে এটি সাংঘর্ষিক। সুতরাং বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে আমরা হয়তো আরও গভীরে যেতে পারবো।

কাজী আনারকলিরর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে কিনা- জানতে চাইলে সচিব বলেন, এটি আমাদের দেশের ঘটনা নয়, অন্যদেশের ঘটনা। এসব নিয়ে একেক দেশে একেক রকম নিয়ম রয়েছে। একই ঘটনা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে হয়, সেখানে এটি অবৈধ নয়।  নেদারল্যান্ডসেও এটি অবৈধ নয়। এ পর্যন্ত আমরা সরকারি আচরণবিধির মাধ্যমে ঘটনাটি দেখার চেষ্টা করছি।

সচিব বলেন, তার ( কাজী আনার কলি) বাসায় বিদেশি থাকার কোনো  সত্যতা আমরা পাইনি।

কাজী আনারলির বাসায় মারিজুয়ানার পরিমাণ কেমন ছিল জানতে চাইলে সচিব বলেন, পরিমাণ তেমন নয়, খুব সামান্য।

কাজী আনারকলির ডোপ টেস্ট করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে সরকারি কর্মকর্তাদের ডোপ টেস্ট করার সিস্টেম নেই।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।