ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সূবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
সূবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় পানিতে ডুবে মো. মামুন (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মামুন ওই এলাকার প্রবাসী শেখ ফরিদ মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, সকালে মামুন পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা আশেপাশে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনো কেউ থানায় লিখিতভাবে জানায়নি।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।