ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে ডিমের আড়তে ভোক্তা অধিদফতরের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
নারায়ণগঞ্জে ডিমের আড়তে ভোক্তা অধিদফতরের অভিযান

নারায়ণগঞ্জ: অস্বাভাবিক বেশি দামে ডিম বিক্রি রোধে নারায়ণগঞ্জের ডিমের আড়ৎগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (১৯ আগষ্ট) শহরের দ্বিগুবাবুর বাজারের ডিমের আড়তে এ অভিযান চালানো হয়।

 
এসময় অতিরিক্ত দামে ডিম বিক্রি করায় তিন পাইকারি ব্যাবসায়ী ও একজন খুচরা ব্যাবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিমের দাম নিয়ে কারসাজি, মূল্য তালিকা না থাকা ও ক্রয় রশিদ না দেওয়ায় পাইকারি আড়ৎদার বুশরা এন্টারপ্রাইজ, আলহাজ্ব আলমাস বেপারী ট্রেডার্স ও সাব্বির আলী ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ৩ হাজার টাকা জরিমানা করা হয় খুচরা ডিম বিক্রেতা রশিদ ট্রেডার্সকে।

এদিকে অভিযানের পরপর বাজার ঘুরে সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযানের খবরেই দোকানগুলোতে ডিমের দাম হালি প্রতি ১০ থেকে ১২ টাকা পর্যন্ত কমে গেছে। নিয়মিত এভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করার দাবিও জানান তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।