ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুয়াকাটায় ফের পর্যটক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
কুয়াকাটায় ফের পর্যটক নিখোঁজ

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সবুজ (৩২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সবুজ বনানী শাহজাহানপুর বগুড়ার বাসিন্দা। তিনি আইটেল মোবাইল কোম্পানিতে কাজ করতেন।

জানা গেছে, আইটেল কোম্পানির পক্ষ থেকে ৫০ থেকে ৬০ জনের একটি দল কুয়াকাটা ভ্রমনে আসেন। তাদের মধ্যে সোমবার দুপুরে একসঙ্গে চারজন সহকর্মী সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে যান। কিছুক্ষন পরেই ডেউয়ের তোড় তাদেরকে টেনে নিয়ে যায়। কাছাকাছি থাকা ওয়াটার বাইক চালক লিটন বিষয়টি বুঝতে পেরে তিনজনকে উদ্ধার করতে পারলেও সবুজকে উদ্ধার করতে পারেননি।

পরে উদ্ধার হওয়া তিনজনকে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বাংলানিউজকে জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের টহল টিম এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। এখনও নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

এদিকে গতকাল রোববার (২১আগস্ট) কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পরে মাহাবুবুর রহমান পারভেজ নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এছড়া গত জুলাই মাসের ২২ তারিখেও কুয়াকাটায় জিও টিউবের গভীর গর্তের ফাঁকে পড়ে নাহিয়ান মাহাদী (১৫) নামে আরেক পর্যটকের মৃত্যু হয়েছিল।

স্থানীয়রা বলছেন, নিয়মিত অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ প্রকল্পই দায়ী। পানি উন্নয়ন বোর্ডের জিও টিউব যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২২ আগস্ট ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।