ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কৃত্রিম সংকট তৈরির অভিযোগে সার ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
কৃত্রিম সংকট তৈরির অভিযোগে সার ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুর: গুদামজাত করে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে আকরাম হোসেন নামে এক সার ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।  
 
সোমবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাদিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন তিনি।

 
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম বলেন, দণ্ডবিধির সার ব্যবসা সংশোধনী আইন ২০১৮ এর ৪ ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাংনী থানা পুলিশের এএসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।


বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।