ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, ১৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

জমে উঠেছে দোকান মালিক সমিতির নির্বাচনী প্রচারণা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
জমে উঠেছে দোকান মালিক সমিতির নির্বাচনী প্রচারণা 

জয়পুরহাট: ২৬ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হবে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা।

মার্কেটে বইছে নির্বাচনী আমেজ।  

আগামী তিন বছরের জন্য নির্বাচনে দুইটি প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন।

জানা গেছে, এবারের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন প্রার্থী।  

এর মধ্যে সভাপতি পদে রয়েছেন ৩জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন, সাংগঠনিক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ২জন সহ ৩২ জন।  

এই ৩২ জনের মধ্যে দপ্তর সম্পাদক ও ধর্ম বিষয়ক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মামুনুর রশীদ মামুন, মো. ফজলে এলাহী হলি, ওবায়দুর রহমান টিসু, সাধারণ সম্পাদক পদে মাহবুব ইসলাম, কাজী আহসান হাবীব লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রতন তালুকদার, আশরাফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক পদে মনজুরে মওলা পলাশ ও আজমল হুদা মিঠু।  

এছাড়াও বাকি পদগুলোতে অন্যান্যরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান কেন্দ্রীয় মসজিদ মার্কেট দোকান মালিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জোব্বার মাস্টার।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।