ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
ফরিদপুরে পুলিশ সুপারের বিদায়ী সংবর্ধনা

ফরিদপুর: ফরিদপুরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আলিমুজ্জামানকে (বিপিএম-সেবা) বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে অধিকাংশ পুলিশ কর্মকর্তারা আবেগ-আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন এমন একজন আদর্শ পুলিশ সুপারের নির্দেশে জনগণকে সেবা দিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, আমার চাকরি জীবনে অনেক পুলিশ সুপারকে পেয়েছি। কিন্তু ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামানের মতো একজন আদর্শ অভিভাবক কখনও পাইনি। আজ বিদায়লগ্নে মনে হচ্ছে কি যেনো একটা হারিয়ে ফেলছি।

অনুষ্ঠানে ফরিপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন করসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর, বিভিন্ন ইউনিট ও ফাঁড়ি-তদন্তকেন্দ্রের ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যরা।

বিদায়ী সংবর্ধনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। পরে বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা বিদায়ী অতিথি সম্পর্কে স্মৃতিচারণ করেন।

শেষে বিদায়ী অতিথি জেলা পুলিশের সব সদস্যকে আরও জনবান্ধব পুলিশিং, আইনশৃংঙ্খলাকে আরও সমুন্নত রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।