ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
বাগেরহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) জুমার নামাজের সময় উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মধ্য নলবুনিয়া গ্রামের ভ্যানচালক রহিম হাওলাদারের মেয়ে রুবি আক্তার (০৭) ও রাফিয়া আক্তার (০৪)।

নিহতের বাবা বলেন, জুমার নামাজ শেষে বাড়ি ফিরে দুই মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে দুই মেয়েকে ভাসমান অবস্থায় পাই। পরে তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিয়াজ মাহমুদ ফয়সাল বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।