ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

লাকড়িচাপা পড়ে মাদ্রাসার শিশুশিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
লাকড়িচাপা পড়ে মাদ্রাসার শিশুশিক্ষার্থী নিহত

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে লাকড়ির নিচে চাপা পড়ে সামিয়া (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।  

শনিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিয়া ওই এলাকার মো. বাবুলের মেয়ে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ শিশু শিক্ষার্থী। তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

আহতরা হলো- কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৯), মো. গিয়াসউদ্দিনের মেয়ে উম্মে হাবিবা (৯), হাবিবুর রহমনের মেয়ে সামিয়া (১০), মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১১)।  

আহত শিক্ষার্থী ও তাদের স্বজনরা জানান, কাচিয়া ইউনিয়নের খাতুন দারুল তাকওয়া বালিকা মাদ্রাসার একটি কক্ষে হঠাৎ করে মাচা থেকে লাকড়ি (কাঠ) নিচে পড়ে যায়। এ সময় লাকড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সামিয়ার মৃত্যু হয়।  

বোরহানউদ্দিন হাসপাতালের চিকিৎসারত ডাক্তার ডা. রেজওয়ান জানান, আহতদের মাথাসহ বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। তবে আপাতত আশঙ্কার কিছু নেই।

এ ব্যাপারে জানতে মাদ্রাসার পরিচালক মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।