ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
হাতিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আল-আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলো- উপজেলার তমরদ্দি ইউনিয়নের নিজাম উদ্দিনের ছেলে তাহসিন উদ্দিন (৩) ও মো. নবীর উদ্দিনের মেয়ে মুনতাহা বেগম (৩)। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই-বোন।

স্থানীয়রা জানায়, সকালে শিশু দুটির মা তাদের খাবার খাইয়ে পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরপর শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে দুপুরের দিকে মুনতাহা ও তাহসিন পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

ধারণা করা হচ্ছে, একজনকে বাঁচাতে গিয়ে অন্যজনও ডুবে যায়। কিছুক্ষণ পর তাদের মা বাড়ির আশপাশের সব জায়গায় খোঁজ করেও না পেয়ে ঘরের পাশে পুকুরে গিয়ে দেখেন একজন ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই ভাইবোনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাদের মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।