ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাদক বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
মাদক বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড দণ্ডপ্রাপ্তরা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে হেরোইন বিক্রির সময় তিন মাদকবিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডিতরা হচ্ছেন- উপজেলার ফসলান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল কাদের (৩২), বাহাদীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাইনুল ইসলাম (৪৫) ও পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের বাবুর ছেলে স্বপন (৩০)।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ভূঞাপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন উপজেলা পরিষদের ডরমেটরির পেছন থেকে আনসার ও ভিডিপি সদস্যরা হেরোইন বিক্রির সময় হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, মাদকসেবী ও মাদকবিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।