ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
মেহেরপুরে গ্রেফতার ৭ ফাইল ছবি

মেহেরপুর: মেহেরপুরে গত ২৪ ঘণ্টার অভিযানে নিয়মিত মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে বুধবার (৩১ আগস্ট) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিকে গ্রেফতার করে পুলিশের একাধিক টিম।

গ্রেফতারদের মধ্যে মেহেরপুর সদর থানা একজন, গাংনী থানা চারজন ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দু’জন রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও জেলা ডিবির ওসি সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশ নেন।

এ সময় সদর থানায় একটি মারাধর ও দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং গাংনী থানায় একটি মারাধর মামলা এফআইআরভুক্ত হয়েছে।

গ্রেফতারদের বুধবার সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।