ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফুলপুরে বাস, অটো ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে হতাহত ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
ফুলপুরে বাস, অটো ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে হতাহত ১৬ ফুলপুরে বাস-পিকআপ সংর্ঘষ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বাস, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৫ যাত্রী।

বুধবার (২১ আগষ্ট) দুপর দেড়টার দিকে ফুলপুর-তারাকান্দা সড়কের ধলি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।  

এ সময় স্থানীয়দের সহযোগীতায় আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী মণ্ডল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাও এই সংর্ঘষের মধ্যে পড়ে। এতে যাত্রীবাহী বাস ও অটোরিকশাটি সড়কের পাশের ধান ক্ষেতে উল্টে পড়ে যায়।  

ওসি বলেন, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পিকআপটিকে জব্দ করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।