ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাগলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

মৃত আব্দুল্লাহ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিনধপুর গ্রামের মৃত কাইয়ুমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর উত্তর ইউনিয়নের সদস্য মো. শাহজাহান খন্দকার বাংলানিউজকে জানান, বিকেলে বাগলী বাজারে থাকা আমার একটি ভবনের ছাদের তালা ভেঙে দুই যুবক উপরে ওঠেন। সেখানে ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সঙ্গে থাকা যুবকও আহত হন। গুরুতর আহতাবস্থায় দু’জনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজনের চিকিৎসা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।