ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে মুক্তিপণ নিতে এসে অপহরণকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
আড়াইহাজারে মুক্তিপণ নিতে এসে অপহরণকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের শিকার মো. দিপু মোল্লাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এ সময় মুক্তিপণসহ অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে।

 গ্রেফতার ব্যাক্তির নাম সজিব মিয়া (৪০)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার করে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

জানা যায়, চাউল ব্যবসায়ী পরিচয় দিয়ে দিপুকে গোডাউনে থাকা চাল দেখানোর কথা বলে পাঁচরুখী এলাকার একটি বাড়ির রুমে নিয়ে আটকে রাখা হয়। এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। পরবর্তীতে ভুক্তভোগীর মা ৩০ হাজার টাকা নিয়ে পাঁচরুখী এলাকায় উপস্থিত হয়। সে সময় টাকা নিতে আসা অপহরণকারী সজিবকে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।