ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে দিনমজুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
রূপগঞ্জে দিনমজুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় জুয়া খেলার টাকা নিয়ে বসচায় এক দিনমজুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে অপর ৫ জুয়াড়ির বিরুদ্ধে।

নিহতের নাম আমানউল্লাহ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার কামশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবী, জুয়াড়িরা আমানউল্লাহকে মারধরের পর জোর করে কীটনাশক ট্যাবলেট খাইয়ে হত্যা করে।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার বাসিন্দা আমানউল্লাহ দিনমজুরের কাজ করতেন। তিনি জুয়া খেলায় আসক্ত ছিলেন। কামশাইর বিলে ইঞ্জিন চালিত নৌকায় চলত তার জুয়া খেলা।

স্থানীয় ডিশ বাবু, সবুজ, মনির ওরফে কানা মনির, জিয়া, শাহ আলমসহ জুয়া খেলতেন আমানউল্লাহ।   জুয়ার টাকা শেষ হলে অন্যদের তাছ থেকে দাদন (ধার) নিতেন আমানউল্লাহ।

সম্প্রতি জুয়া খেলার জন্য দাদন নেন আমানউল্লাহ। সে টাকা ফেরত পেতে বৃহস্পতিবার বিকেলে তাকে জোর করেন অন্যান্যরা। না দিতে পারায় রাতে কামশাইর বাজারে তাকে মারধর করে জুয়ার সাথীরা। পরে তাকে জোর করে বিষ খাইয়ে দেন তারা।

খবর পেয়ে পরিবারের লোকজন আমানউল্লাহকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনার ব্যাপারে শুনেছি। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ আসেনি। তবে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।