ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নকল সরবরাহ করে জরিমানা গুনলেন ২ শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
নকল সরবরাহ করে জরিমানা গুনলেন ২ শিক্ষক

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮) ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেনকে (২৬) ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ইউএনও রুম্পা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে দেখা যায় একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল দেওয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিক তাদের পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সালের ১১ (গ) ধারায় ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।