ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

এবার অজ্ঞান পার্টির খপ্পরে এসবি পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এবার অজ্ঞান পার্টির খপ্পরে এসবি পুলিশ

ঢাকা: রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শামসুল আলম (৪০) নামে পুলিশের বিশেষ শাখার (এসবি) একসদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে তাকে সায়দাবাদ বাস টার্মিনালের রেলগেট এলাকা থেকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরে সায়দাবাদ বাস টার্মিনালের রেলগেটে বলাকা কাউন্টারের সামনে থেকে শামসুল আলমকে উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা আইডি কার্ডের মাধ্যমে জানা যায়, তিনি পুলিশ সদস্য(কনস্টেবল নম্বর ১৪৮১)। বর্তমানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত আছেন।

এএসআই মো. নজরুল ইসলাম আরও জানান, কোনো বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আইডি কার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে পাকস্থলী পরিষ্কারের পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।