ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাস্তার গাছ কাটলেন ইউপি সদস্য, ইউএনও’র নির্দেশে জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
রাস্তার গাছ কাটলেন ইউপি সদস্য, ইউএনও’র নির্দেশে জব্দ

গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে অবৈধভাবে রাস্তার পাশের ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবু তাহেরের বিরুদ্ধে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে কেটে ফেলা গাছগুলো জব্দ করা হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বেতকাপা ইউনিয়নের মাঠেরহাটে অবস্থিত পরিষদ কার্যালয়ের সামনে বলরামপুর-রাজনগর সড়কে গাছ কাটার এ ঘটনা ঘটে।

বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য তাহের মিয়া (৪৫) অবৈধভাবে রাস্তার গাছ কেটে ফেলেন। বিষয়টি জানতে পেরে ইউএনও কামরুজ্জামান নয়ন কেটে ফেলা গাছ জব্দ করার নির্দেশ দেন। পরে গ্রাম পুলিশ জব্দতালিকাসহ গাছের চারটি অংশ ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ীর ইউএনও কামরুজ্জামান নয়ন জানান, কাটা গাছ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গাছ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, রাস্তার গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের ওপর ন্যস্ত, তারাই যদি তা কেটে ফেলেন তার সত্যই অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার বিচারও দাবি করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।