ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, অক্টোবর ২, ২০২২
উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: রাজধানীর উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণখান কেসি কনভেনশন সেন্টারে ব্যাপক আয়োজনে উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আ. লতিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান শিবু খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুবুর রহমান এবং  ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ খসরু চৌধুরী সিআইপি।

খসরু চৌধুরী বলেন, বৃহত্তর উত্তরায় বসবাসরত ফরিদপুর জেলার লোকদের নিয়ে উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতি গঠন করায় উত্তরাতে ফরিদপুরবাসীর মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে। এই অঞ্চলে ফরিদপুরবাসীর একটা শক্ত অবস্থান সৃষ্টি হয়েছে। উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতি সবসময় ফরিদপুরের মানুষের পাশে থেকে যেকোনো বিপদে তাদের সার্বিক সহযোগিতা করবে। আমি সর্বদা উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির মঙ্গল কামনা করি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।