ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

ডামুড্যায় দুইদিন পর মিলল ব্যাংক কর্মচারীর বস্তাবন্দী মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, অক্টোবর ২, ২০২২
ডামুড্যায় দুইদিন পর মিলল ব্যাংক কর্মচারীর বস্তাবন্দী মরদেহ  আজিজুর রহমান মাছুম

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজ হওয়ার দুইদিন পর ডোবা থেকে আজিজুর রহমান মাছুম (৪০) নামে এক ব্যাংক কর্মচারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২ অক্টোবর) বিকেলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ডামুড্যা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিশাকুড়ি এলাকার আব্দুল আলী মাস্টারের ছেলে ও অগ্রণী ব্যাংক ডামুড্যা শাখার মাঠ সহকারী আজিজুর রহমান মাসুমের মরদেহ সকাল ১১টার দিকে তার বাড়ির পূর্ব দিকের একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়।  

এর আগে বৃহস্পতিবার রাত থেকে তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে তার কোনো খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয় এবং ফেসবুকে একাধিক পোস্ট করা হয়।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিহত মাছুমের স্ত্রী ফারজানা বলেন, আমি আমার এই দুই সন্তান নিয়ে এখন কোথায় গিয়ে দাঁড়াবো। তাছাড়া আমার গর্ভেও একজন সন্তান রয়েছে। কারা আমার এ সর্বনাশ করেছে আমি তাদের বিচার চাই।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।