ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুকুরে জড়ানো অবস্থায় ছিল ভাই-বোনের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
পুকুরে জড়ানো অবস্থায় ছিল ভাই-বোনের মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর থেকে জড়িয়ে থাকা অবস্থায় তাওহিদ (৭) ও রিয়া (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটে এ দুর্ঘটনা।

শিশু তাওহীদ ওই গ্রামের পাপুল মিয়ার ছেলে এবং রিয়া একই গ্রামের মউবর রহমানের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই বোন।

স্থানীয়রা জানান, দুপুরে মুশলধারে বৃষ্টি পড়ছিল। তাওহীদ ও রিয়া বৃষ্টিতে ভিজে দৌড়-ঝাপ করছিল। কিন্তু দীর্ঘ সময় পরেও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজ করতে থাকেন। তাদের সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে পুকুর থেকে দুইজনের জড়িয়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে পুকুরে সাঁতার কাটতে গিয়ে ক্লান্ত তাদের মধ্যে কেউ ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে অপরজন এগিয়ে এলে দুইজনেই একসঙ্গে ডুবে মারা যায়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।