ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফেনীতে ২ মাদক কারবারির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
ফেনীতে ২ মাদক কারবারির যাবজ্জীবন

ফেনী: ফেনীতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় হানিফ (২৫) ও মনির হোসাইন (২৫) নামের দুই মাদক কারবারিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (১২ অক্টোবার) দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- কুমিল্লার চান্দিনা উপজেলার পশ্চিম গোল্লাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. হানিফ ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ইউনিয়নের গজারিয়া গ্রামের শেকান্তর শেখের ছেলে মনির হোসাইন।

রায় ঘোষণার আগে থেকেই জামিন নিয়ে পলাতক রয়েছেন আসামিরা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী হানিফ ও মনিরের দেহে টেপ দিয়ে মোড়ানো ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের এপিপি বিজেন্দ্র কুমার কংশ বণিক বলেন, আসামিরা জামিন নিয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আদালত থেকে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এসএইচডি/ইআর

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।