ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

না.গঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
না.গঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা ভোটকেন্দ্রের আশেপাশের এলাকায় যানবাহন ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ তথ্য জানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর রাত ১২টা থেকে শুরু করে ১৭ অক্টোবর নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জের ভোটকেন্দ্রের আশেপাশে মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন বা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।