ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত আশরাফ আলী

নীলফামারী: নীলফামারীতে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার খোকশাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আশরাফ জেলা শহরের আনন্দ বাবুরপুল মারকাস মসজিদপাড়ার বাসিন্দা।

জানা গেছে, আশরাফের বড় ছেলে আব্দুল আলিম দক্ষিণ কোরিয়ায় একটি কোম্পানিতে চাকরি করেন এবং ছোট ছেলে হজরত আলী সদর উপজেলার টেংগনমারী বাড়ীবাজারে হার্ডওয়্যারের ব্যবসা করেন। শুক্রবার সন্ধ্যার দিকে প্রতিবেশী হারুন-অর-রশীদের মোটরসাইকেলে করে বড় ছেলে আলিমের জন্য পাত্রী দেখতে যান আশরাফ। পাত্রী দেখে ফেরার পথে খোকশাবাড়ী বাজারে মোটরসাইকেল থামিয়ে পরিচিত একজনের সঙ্গে কথা বলার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আশরাফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে আশরাফকে ঘোষণা করেন।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।