ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জ জেলা পরিষদে আবারও নির্বাচিত হলেন গোলাম মহিউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
মানিকগঞ্জ জেলা পরিষদে আবারও নির্বাচিত হলেন গোলাম মহিউদ্দিন

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মহিউদ্দিন আনারস মার্কা প্রতীকে বেসসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মহিউদ্দিন সাতটি কেন্দ্র থেকে মোট ৪৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের কেএম ফজলুল হক রিপন পেয়েছেন ৪২৫ ভোট।

জানা গেছে, সদর উপজেলার কেন্দ্রে আনারস প্রতীক পেয়েছে ৭৩ ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রতীক চশমা মার্কা পেয়েছে ৭১টি, সিংগাইরে আনারস ৩৮ ও চশমা ১১৭টি, সাটুরিয়াতে আনারস ৫৮ ও চশমা ৬০টি, ঘিওরে আনারশ ৫৯ ও চশমা ৩৪টি, দৌলতপুরে আনারস ৬৭ ও চশমা ৩৯টি, শিবালয়ে আনারস ৬২ ও চশমা ৩১টি এবং হরিরামপুরে আনারস প্রতীক ৯৫ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে ৭৩টি ভোট পেয়েছেন।

মানিকগঞ্জের সাতটি উপজেলার মোট ৮৮৯ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনে ভোটার হিসাবে অংশ নিয়েছেন। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে জেলার সাতটি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।