ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে প্রতিপক্ষের আঘাতে কলেজছাত্র আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
রাজধানীতে প্রতিপক্ষের আঘাতে কলেজছাত্র আহত

ঢাকা: রাজধানীর মাণ্ডা এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাতুল (১৯) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে মুগদা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রাতুল মুগদা মানিকদী এলাকায় অবস্থিত আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। বর্তমানে পরিবারের সঙ্গে খিলগাঁও ত্রিমোহনী এলাকায় থাকেন। তার বাবার নাম আতিকুর রহমান।

মুগদা থানা উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম খান এ তথ্য নিশ্চিত করে জানান, গত রোববার (৩০ অক্টোবর) ইটপাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে হীরা-সজীব গ্রুপের সঙ্গে রাতুলদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসার জন্য প্রতিপক্ষ হীরা-সজীব রাতুলকে সোমবার রাতে ডেকে নিয়ে যায় মাণ্ডার প্রথম গলি এলাকায়। সেখানেই তারা রাতুলের ওপর হামলা করে। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন রাতুলের অবস্থা গুরুতর। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।