ময়মনসিংহ: জমি সংক্রান্ত বিরোধে গত ১১ আগস্ট ময়মনসিংহের ধোবাউড়ায় কামাল হোসেন হত্যার ঘটনায় মামলার মূল আসামি দম্পতিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর সদস্যরা।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে গাজীপুর জেলার বাসন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ধোবাউড়া উপজেলার বিসারতপুর গ্রামের মো. মাহবুল (৩০) ও স্ত্রী নাজমা আক্তার (২২)।
বিকেলের দিকে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি বছরের গত ১১ আগস্ট দুপুরের দিকে কথা কাটাকাটির একপর্যায়ে মাহবুল ও কামালের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মাহবুলের স্ত্রীও মারামারিতে অংশ নিলে একপর্যায়ে কামালকে ছুরিকাঘাত করেন মাহবুল। পরে তাকে গুরুতর আহতাবস্থায় ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের পরিবার মাহবুল ও স্ত্রী নাজমা আক্তারসহ কয়েকজনকে আসামি করে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় আটক দম্পতিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসআরএস