ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
কুড়িগ্রামে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জয়েন উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে নারায়নপুর ইউনিয়নের কালারচর এলাকার কারিগর পাড়ায় কাটা গাছের ডাল বিদ্যুতের সঞ্চালন লাইনে পড়ে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়েন উদ্দিন বুধবার বিকেলে বাড়ির পাশের বিদ্যুতের সঞ্চালন লাইনের পাশে একটি গাছের ডাল কাটর সময় আংশিক কাটা ডাল লাইনের ওপর পড়ে যায়। পরে পুরো গাছটি বিদ্যুতায়িত হলে গাছে থাকা জয়েন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  গোলাম মর্তূজা দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদশে সময়: ০৮০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।