ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের আর্সেনিক নিয়ে গবেষণা ফলাফল উপস্থাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের আর্সেনিক নিয়ে গবেষণা ফলাফল উপস্থাপন

ঢাকা: বাংলাদেশে আর্সেনিকের প্রাদুর্ভাব ও এর প্রতিকার নিয়ে বিভিন্ন কর্মতৎপরতা নিয়ে গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা হয়েছে।

গবেষণা ফলাফল উপস্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রিধারী এরশাদ বিন আহমেদ (সুমন আহমেদ)।



ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ গবেষণা চালানো হয়েছে। গবেষণা দেখা গেছে, প্রায় ৫০ বছর আগে টিউবওয়েল এর পানি পান করার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কলেরার প্রাদুর্ভাব হয়।

২০০৩ সাল থেকে চালানো এ গবেষণা প্রকল্পে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়, ইউনিসেফও সম্পৃক্ত ছিল।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ