ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে বান কি মুনের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে বান কি মুনের শোক জাতিসংঘ মহাসচিব বান কি মুন

নিউইয়র্ক: জাতিসংঘ মহাসচিব বান কি মুন কঙ্গোতে বাংলাদেশের শান্তিরক্ষী কর্পোরাল মোহাম্মদ রফিকুল ইসলাম ও মো. সানোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুই বাংলাদেশি শান্তিরক্ষীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি ড. একে আব্দুল মোমেনের পাঠানো এই শোক বার্তায় বান কি মুন বলেন, বাংলাদেশি সদস্যরা শান্তি মিশনে যেভাবে তাদের জীবন বাজী রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তা সত্যিই প্রসংশনীয়।



বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান।

কর্পোরাল রফিক ও সানোয়ার কঙ্গোতে শান্তি মিশনে কর্মরত অবস্থায় গত ১১ ও ১৪ ডিসেম্বর মারা যান।

বাংলাদেশ সময় ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ