ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

চলতি শীতে নিউইয়র্কে রেকর্ড সংখ্যক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
চলতি শীতে নিউইয়র্কে রেকর্ড সংখ্যক ফ্লাইট বাতিল

ঢাকা: তুষার আর তীব্র শৈত্যপ্রবাহের কারণে চলতি শীতে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এই সংখ্যা বিগত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ।


শনিবার এক বিশ্লেষণে এমন তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা এপি।

এপি’র বিশ্লেষণে দেখানো হয়েছে, গত বছরের ১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত (চলতি সপ্তাহের ১৪ হাজারও এর মধ্যে ধরতে হবে) যুক্তরাষ্ট্রে ৭৫ হাজারের বেশি অ‍ভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়।
প্রাক্কলিত মোট ১৩ লাখ ৭০ হাজার ফ্লাইটের মধ্যে যার শতকরা হার ৫ দশমিক ৫ ভাগ।

১৯৮৭-১৯৮৮’র শীতকাল থেকে মার্কিন কর্তৃপক্ষ প্রথমবারের ফ্লাইট বাতিলের তথ্য সংরক্ষণ শুরু করে।

খারাপ আবহাওয়ার কারণে বাল্টিমোর, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি ও শ্যার্লোতের বিমানবন্দরে চলতি সপ্তাহেই ৭০ ভাগেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।

এদিকে বুধবারও বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর বরফ ও তুষার ঝড়ের কবলে পড়ে। পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে শনিবার রাতে তুষারঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ