ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুন ১২, ২০১৪
নিউইয়র্কে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বাংলাদেশিদের চলচিত্র উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার।

সোমবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরা হয়।



‘বাঙালিসংস্কৃতি’প্রেমী প্রবাসীদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো নিউইয়র্ক ফিল্ম সেন্টার (এনওয়াইএফসি) এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার ১৪টি ছবি প্রদর্শিত হবে।

আয়োজকরা জানান, বাণিজ্যিকভাবে যেসব ছবি তৈরি হয় না, সেগুলো দর্শকদেরকে দেখার সুযোগ করে দেওয়াই উৎসবের উদ্দেশ্য। ফলে  সৃষ্টিশীল নির্মাতারা নান্দনিক ছবি নির্মাণে আরো উৎসাহিত হবেন।
 
সংবাদ সম্মেলনে নিউইয়র্ক ফিল্ম সেন্টারের সভাপতি ও উৎসবের পরিচালক এনায়েত করিম বাবুল , সাধারণ সম্পাদক ও উৎসবের উপ-পরিচালক ওবায়দুল্লাহ মামুন, উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা কবীর আনোয়ার, এনওয়াইএফসি’র সদস্য আকবর হায়দার কিরণ প্রমুখ বক্তব্য দেন।

এসময় উৎসব কমিটির সদস্য আদনান সৈয়দ ও নাবিল রহমানও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯ জুন বৃহস্পতিবার মকবুল চৌধুরী পরিচালিত নট এ পেনি নট এ গান (ব্রিটেন), দীপ্তি গগনা পরিচালিত নারমিন (ভারত), হাবিবুর রহমানের আইয়াও (বাংলাদেশ), তানভীর মোকাম্মেলের জীবনঢুলী (বাংলাদেশ), আবিদ হোসাইনের মেকানিজম (বাংলাদেশ), ২০ জুন শুক্রবার ফরিদ আহমেদ পরিচালিত হরতালনামা (বাংলাদেশ), ফাউজিয়া খানের যে গল্পের শেষ নেই (বাংলাদেশ), গাজী রাকায়েতের মৃত্তিকা মায়া (বাংলাদেশ), পলাশ রসুলের ইলিশ বৃত্তান্ত (বাংলাদেশ), সাইফুল ওয়াদুদ হেলালের বাংলাদেশের হৃদয় (বাংলাদেশ), ২১ জুন শনিবার পিয়াল চৌধুরী পরিচালিত আনটাইটেলড (ইউএসএ), ইয়াসমীন কবিরের দ্য লাস্ট রাইটস (বাংলাদেশ), অনিন্দ্য আতিকের রূপান্তরের রূপকথা এবং প্রসন্ন ভিথেনাগে পরিচালিত উইথ ইউ উইথওয়াট ইউ (শ্রীলংকা) প্রদর্শন করা হবে।

জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে (৩৭-০৬, ৭৭ স্ট্রিট) ১৯ ও ২০ জুন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা  এবং  ২১ জুন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসব চলবে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ