ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

জাতিসংঘের কমিটিতে ফের বাংলাদেশের ইসমত জাহান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
জাতিসংঘের কমিটিতে ফের বাংলাদেশের ইসমত জাহান ইসমত জাহান

ঢাকা: জাতিসংঘের ‘কমিটি অন দ্য এলিমিনেশন অব ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন’ (সিইডিএডব্লিউ)-এ দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ব্রাসেলসের রাষ্ট্রদূত ইসমত জাহান।

বৃহস্পতিবার জাতিসংঘে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো প্রতিনিধি জাতিসংঘের আন্তর্জাতিক কমিটিতে নির্বাচিত হলেন।

এর আগে ইসমত জাহান এ কমিটির সদস্য হিসেবে ২০১১-২০১৪ মেয়াদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এবার ফের নির্বাচিত হয়ে তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
    
এদিকে, সবাইকে বিস্মিত করে পঞ্চম সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন ইসমত জাহান। এর আগে ২০১০ সালে সর্বোচ্চ ১৫৩ ভোটে ২০১১-২০১৪ মেয়াদকালে নির্বাচিত হয়েছিলেন তিনি।   


পররাষ্ট্রমন্ত্রী দেশের পক্ষে সবাইকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন। তিনি ইসমত জাহানের বিজয়কে একটি সম্মিলিত প্রয়াস হিসেবে উল্লেখ করেন।
  
২৬ জুন ‘কমিটি অন দ্য এলিমিনেশন অব ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন’-এর ১২টি শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৮ জন প্রার্থী অংশ নেন। বাংলাদেশের পক্ষে ইসমত জাহান ১৪৩ ভোট পেয়ে পঞ্চম সর্বোচ্চ প্রতিনিধি নির্বাচিত হন।

বাংলাদেশ (১৪৩) ছাড়া অন্যান্য নির্বাচিত প্রতিনিধি দেশগুলো হচ্ছে- কিউবা (১৬৫), তুর্কি (১৫০), অস্ট্রিয়া (১৪৭), মৌরিতিয়াস (১৪৪), সুইজারল্যান্ড (১৪২), জাপান (১৪০), পেরু (১৩৪), ইসরায়েল (১২৮), আলজেরিয়া (১২৬), জর্জিয়া (১২৬) ও মিশর (১২৪)।

আর যে দেশ প্রতিনিধি নির্বাচিত হতে পারেননি, সেগুলো হচ্ছে- বুলগেরিয়া (১১২), বসনিয়া (১০৬), বাহরাইন (১০০), কলম্বিয়া (৮১), পোল্যান্ড (৫৪) ও ইরাক (৪৯)।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ