ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

কুইকবুকস ও এক্সেল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
কুইকবুকস ও এক্সেল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

ঢাকা: সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট বাংলাদেশ’র (সিএইচডি বিডি) আয়োজনে কুইকবুকস ও এক্সেল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেছেন নিউইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশন চেয়ার কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রম।

দশ সপ্তাহব্যাপী ওই প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।


 
ড্রম তার বক্তব্যে বলেন, কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য সিএইচডি বিডি গত এক বছর ধরে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি।

প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন সংগঠনের চেয়ারম্যান মঞ্জুর চৌধুরী ও আসিফ আহমেদ খান। বিনামূল্যে কোর্সটি পরিচালনা করার জন্য আসিফ আহমেদ খানকে বিশেষ সম্মাননা প্রদান করেন ডেনিয়েল ড্রম।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস নান্নু বলেন, কমিউনিটির উন্নয়ের জন্য সিএইচডি বিডি সবসময় বদ্ধ পরিকর।

এছাড়া আরও বক্তব্য রাখেন আসিফ আহমেদ খান, ইসমাইল মিয়া, বিনা সিং।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, আগস্ট ১২, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ