ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে এ কে খন্দকারের বই পোড়ালো ছাত্রলীগ

শিহাব উদ্দিন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
নিউইয়র্কে এ কে খন্দকারের বই পোড়ালো ছাত্রলীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: ‘যেখানেই ইতিহাস বিকৃতি, সেখানেই প্রতিরোধ’ এ স্লোগানে এ কে খন্দকারের বই পুড়িয়েছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ।

রোববার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তারা বিক্ষোভ করেন এবং পরে এ কে খন্দকারের লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইতে আগুন দেন।



বিক্ষোভে ছাত্রলীগের নেতারা বলেন, দ্রোহের আগুনে পুড়ে ছারখার হবে ইতিহাস বিকৃতিকারীর।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ ও অগ্নিসংযোগ  কর্মসূচিতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সহসভাপতি রিয়াদ খান, হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক সয়েদ সাজ্জাদ রায়হান, প্রচার সম্পাদক পলাশ টাকুর, আন্তর্জাতিক  সম্পাদক শাকিল আহামেদ, সহদফতর সম্পাদক হাসিব রায়ান, স্টেট ছাত্রলীগের সভাপতি আল আমিন, সহসভাপতি পাভেল খান, সিটি ছাত্রলীগের সভাপতি জসিম ভূঁইয়া, আরিফুল হক, শাফিউল হক, বাঁধন আহামেদ, জয় হাসান, মামুনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ