ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে ফুটবল টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন

শিহাব উদ্দিন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
নিউইয়র্কে ফুটবল টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: হাড্ডাহাড্ডি লড়াই ও উত্তেজনায় নিউইয়র্কের বাকডাইস-আবদীন ব্রাদার্স ফুটবল টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে ওজনপার্ক যুবসংঘ।

কুইন্সের এলমহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে রোববার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র এবং অতিরিক্ত সময়ে কোনে গোল না হওয়ায় খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়।   এতে ব্রঙ্কস ইউনাইটেড টাইব্রেকারে ৫-৪ গোলে যুবসংঘকে পরাজিত করে।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।  

খেলার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর এক গুচ্ছ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান।

এ সময় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও অন্যতম উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, ফুটবল লীগ ও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ‘বাকডাইস ও আবদীন ব্রাদার্স’-এর পক্ষে মিসবা আবদীন ও স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান।

স্পোর্টস কাউন্সিলের অন্যান্য কর্মকর্তা ও কমিউনিটি নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এতে প্রথমার্ধের ২৮ মিনিটের সময় গোল পায় যুবসংঘের কৃতি খেলোয়াড় বাবলু।

পরে একটি দলবদ্ধ আক্রমণ থেকে ডিবক্স থেকে চমৎকার শটে বাবলু গোলটি করেন (১-০)। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আত্মঘাতী গোলে খেলায় সমতা ফিরে আসে (১-১)। খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় উভয় দলকে অতিরিক্ত সময় খেলতে হয়। এই অতিরিক্ত সময়েও কোনো দলই গোল করতে ব্যর্থ হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়।

অতিরিক্ত সময়ের খেলাটি রেফারি শেষ করলে ‘সময় কম দেওয়া হয়েছে’ অভিযোগ তুলে কেউ কেউ অভিযোগ করেন। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলে স্পোর্টস কাউন্সিলের  কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

টাইব্রেকারে ব্রঙ্কস ইউনাইটেডের পক্ষে সামি, সাদিক, রাসেল, মারুফ ও ফয়জুল গোল করেন। অপরদিকে, যুবসংঘের পক্ষে ইমরুল, সোহেল, আবু, রহিম গোল করলেও কবির গোল করতে ব্যর্থ হন।

ভিনভাষী  রেফারি হেক্টর ফ্লোস ফাইনাল খেলা পরিচালনা করেন। তার সহকারী ছিলেন রজার ক্যানিলো ও মারিও মেন্ডোজা।

বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা খেলাটি উপভোগ করেন।

এবারের লীগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যুবসংঘের বাবলু, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন ব্রাদার্স অ্যালায়েন্সের আশরাফ, সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ফয়সাল। আর উদীয়মান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সোনার বাংলা’র মইন আহমেদ খান।

এছাড়া ফেয়ার-প্লে খেলার মর্যাদা পেয়েছে ব্রঙ্কস স্টার এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফয়সাল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ