ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

নিউইয়র্ক

যুদ্ধাপরাধীদের রায়ে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সন্তোষ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
যুদ্ধাপরাধীদের রায়ে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সন্তোষ

ঢাকা: স্বাধীনতা বিরোধী, ৭১-এর শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির রায় দেওয়াসহ জামায়াতের নেতা কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করা হয়েছে।



এতে উল্লেখ করা হয়, যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। সেই সঙ্গে এ রায়ের মাধ্যমে যুদ্ধাপরাধীদের আস্ফালনের কলঙ্ক মোচনে জাতি আরেক ধাপ এগিয়ে গেলো।

এই ফাঁসির আদেশের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেলো বলেও উল্লেখ করেন সংগঠনটির নেতারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ, ঘোষিত রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এ বিবৃতিতে স্বাক্ষর করেন, সর্ববীর মুক্তিযোদ্ধাগণ যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ড. আব্দুল বাতেন, যুগ্ম আহ্বায়ক খুরশীদ আনোয়ার বাবলু, সদস্য সচিব আহসান হাবিব জগলু, সদস্য ফারুক হোসাইন, কামরুল হাসান চৌধুরী, নাসির উদ্দিন, সহিদুল্লাহ, হুমায়ন কবির, সন্তষ কুমার চৌধুরী, মো. মনির হোসেন, আলাউদ্দিন সরদার, ড. প্রদীপ রঞ্জনকর, ডা: খুরশীদ আলম, ড. তাজুল ইসলাম, কমান্ডার নূরুন নবী, মোস্তাফা খান মিরাজ, ইঞ্জিনিয়ার আশরাফুল হক, এবি সিদ্দিক, মঞ্জুরুল আলী ননতু, সরাফ সরকার, সায়িদুর রহমান, এবি সিদ্দিক (চেয়ারম্যান), জাহিদ হোসেন, ডা. আলী আহমদ, আবুল কালম, আলতাফ হোসেন সরদার, আবুল কাসেম, আক্তার আহমেদ চৌধুরী, এনায়েত হোসেন সরদার, আব্দুল মতিন, সিরাজুল ইসলাম, এলডি কামাল উদ্দিন, আর আমিন, ফকরুল ইসলাম খান, হুমায়ান কবির, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ওবায়েদুল হক, সাহিদুর রহমান বেনু, প্রবিরগুন, কবি নিখিল কুমার রায়, শাওকত আকবর রিচি সাঈদুর রহমান, শহিদুল ইসলাম রুহুল আমিন ভুইয়া, মো. ইউসুফ চৌধুরী, আবু তাহোর মেসবাহ উদ্দিন, আরো অনেক বীর মুক্তিযোদ্ধাগণ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ