ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

নিউইয়র্ক

প্রবাসীদের অবদানেই দেশে অর্থনৈতিক সমৃদ্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
প্রবাসীদের অবদানেই দেশে অর্থনৈতিক সমৃদ্ধি

নিউইয়র্ক: প্রবাসীদের অবদানে বাংলাদেশ আজ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু।

তিনি বলেন, প্রবাসীদের অবদান ছাড়া সরকারের একার পক্ষে এ অর্জন সম্ভব হতো না।



রোববার (২৩ নভেম্বর) নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য শহিদুর রহমান, কুমিল্লা সমিতির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম পাটোয়ারি, মিয়া মোহাম্মদ দুলাল, মো. আলী আক্কাস, মুজিবুর রহমান, আমিন খান জাকির, ভিপি জসিম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা’র সভাপতি সরকার ইসলাম।

বক্তরা কুমিল্লাকে বিভাগ ঘোষণা, বিমানবন্দর চালু ও অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়ে প্রবাসীদের বিনিয়োগে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ