ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে বিএনপির বিবৃতি জালিয়াতি, হোতা জাহিদ

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
যুক্তরাষ্ট্রে বিএনপির বিবৃতি জালিয়াতি, হোতা জাহিদ

ঢাকা: যুক্তরাষ্ট্রে কংগ্রেসম্যানদের অজ্ঞাতে তাদের স্বাক্ষর ব্যবহার করে বিবৃতি জালিয়াতি করেছে বিএনপি। এর মূল হোতা জাহিদ এফ সর্দার সাদি নামে ফ্লোরিডা নিবাসী এক দলীয় নেতা।



২০১৩ সালের নভেম্বরে বিএনপি’র বিশেষ দূত ও উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো এই জাহিদ এফ সর্দারকে।

দায়িত্ব দেওয়া হয়েছিলো দলের পক্ষে বিদেশি কূটনীতিক, কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে লিয়াঁজো ও লবিং করা।

তারই অংশ হিসেবে দলের হয়ে কংগ্রেসম্যানদের নামে ভূয়া বিবৃতি ঢাকায় পাঠিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন এই জাহিদ এফ সর্দার।

ভূয়া বিবৃতি তৈরি ও স্বাক্ষর জালিয়াতির তথ্য প্রমাণ বাংলানিউজের হাতে পৌঁছেছে।

বাংলাদেশ সময় ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ