ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ফোবানা’র ২৯তম সম্মেলন শুরু ৪ সেপ্টেম্বর

আকবর হায়দার কিরণ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
ফোবানা’র ২৯তম সম্মেলন শুরু ৪ সেপ্টেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৯তম ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’র (ফোবানা) সম্মেলন শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার (১৯ আগস্ট) ফোবানা সূত্রে এ তথ্য জানা যায়।

এ সম্মেলন উপলক্ষে প্রবাসী বাঙালিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় হোটেলগুলোতেও চলছে বুকিং।

এ আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির প্রাচীন সংগঠন বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট বেদারুল ইসলাম বাবলা।

সম্মেলন সফল করতে স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন।

সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হবে। সংস্কৃতি কর্মীরা ইতোমধ্যে তাদের মহড়া শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ