ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নিউইয়র্ক

দ্য অপ্টিমিস্টস’র ফান্ড রেইজিং ডিনার ১১ অক্টোবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
দ্য অপ্টিমিস্টস’র ফান্ড রেইজিং ডিনার ১১ অক্টোবর

নিউইয়র্ক: বাংলাদেশের দরিদ্র ও মেধাবী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণের লক্ষ্যে কাজ করে যাওয়া যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দ্য অপ্টিমিস্টস’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর।

এদিন সন্ধ্যা ৬টায় লং আইল্যান্ড সিটির ১৩-০৫, ৪৩ অ্যাভিনিউতে অবস্থিত ফাইভ স্টার ব্যাঙ্কএট হলে অনুষ্ঠিত হবে এ প্রতিষ্ঠাবার্ষিকী।

এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভয়েস অব আমেরিকার আন্তর্জাতিক ভাষ্যকার সরকার কবির উদ্দিনের।

এদিকে, চলতি বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে ওয়াশিংটন ডিসিতে দ্য অপ্টিমিস্টস’র ফান্ড রেইজিংয়ের লক্ষ্যে ভয়েস অব আমেরিকা’র বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারকে আহ্বায়ক করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের ১৭টি জেলায় বর্তমানে ১৮টি শাখার মাধ্যমে দ্য অপ্টিমিস্টস কার্যক্রম পরিচালনা করছে। একটি অলাভজনক জনকল‍্যাণমুখী সংগঠন হিসেবে মোহাম্মদ রফিকউদ্দীন চৌধুরীর (রানা) নেতৃত্বে ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে নিউইয়র্কে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ